চৈতালি ফসল যখন ঘরে তোলা হয়
মাঠের সেকি কান্না !
সারা মাঠ জুড়ে প্রবাহিত হয়
জ্বালাময়ী তপ্ত বায়ু;
যার জ্বালায় প্রতি ক্ষণে
কেপে কেপে ওঠে সুপ্ত স্নায়ু।
দিনান্ত পরিশ্রমে ফলায় ফসল
আশাবাদী ক্ষুধার্ত কৃষক।
চৈত্রে নেয় সেই ফসল কেটে
মাঠের বুকে তখন শূন্যতা !
পাষাণ কৃষকের এ অবিচার
সে মানবে না। তাইতো সে তার
বুকের শীতল বায়ুকে করে
মুহূর্তেই তপ্ত থেকে আরও উত্তপ্ত।