সময়ের কাঁধে পা ফেলে ফেলে,
নিয়মের ডোরাকাটা পথ ধরে
নিবিড় অন্তিমে চলিছে জীবন ।
নিশীথের অন্ধকারে
ফেনীল সমুদ্রপাড়ে
আছড়ে পড়ে সময়ের স্তূপ ।


উত্তাল তরঙ্গের ভাঁজে ভাঁজে
ক্লান্তিরা উঁকি মেরে যায়;
অবিরাম তরঙ্গ ঠেলিছে জীবন।
মহা নীলাকাশে
ঝিলিমিলি হাসে ;
একীভূত মুহূর্তরা , সূর্যগোপন ।


জল ছুঁই ছুঁই , চিক চিক নীল,
স্বচ্ছ জলে বালির সাতার
পাহাড়সম ভাঙিছে জীবন ।
জল উল্লাসে
ডুব কী বা ভাসে
নীলের আর্তনাদ নীলেই বিলীন ।