সন্তান নিয়ে ঘুমায় বাবা
এখন দিন দুপুরে,
কাটায় সুখের দিনগুলি
রোজ সন্ধ্যা প্রহরে।


জীবন যেন তারই তরে
শান্তি খুজি তার হাসিতে,
তারে দেখেই মরতে পারি
একটু খানি ভালোবাসিতে।


নতুন প্রহরের দিনগুলি
নতুন করেই সাজে,
মনে তাহার হাজার গানের
নানা সুর বাজে।


ব্যস্ত জীবনে ব্যস্ত তাইতো
ছুটি নাই বাবার দিনখানি,
হাসি এনে দিলো বাবার মুখে
করোনা নামক ভাইরাস খানি।