ছন্দ সুরের গানে, মিষ্টি অভিমানে
খুঁজছি তোরে শুধু পুরানো অভিধানে
মিষ্টি মুখের হাসি চেয়েছি দিবানিশি
বিরহের মায়াজালে করলি উদাসী।


মধুর সুরের বাঁশি বেসুরা বাজাইলি
কোন সে অভিমানে ফিরে না আইলি
তোর এমনই হাসি আমায় করলি উদাসী
বিরহের মায়াজালে কেন যে ডুবাইলি।


নতুন সুরের গানে খুঁজছি শুধু তোরে
এমনই সুরে তুই খুঁজবি বুঝি মোরে,
তোর এ কেমন হাসি আমায় করলি উদাসী
বিরহের মায়াজালে কেন যে ডুবাইলি।