আমার শহরে আজো ছন্দরা সুর মেলে
সুরে সুরে আজো তোমায় আঁকে
মাঝে মাঝে হঠাৎ করেই বৃষ্টি নামায়,
তার সাথে সুর গুলি ভেসে আসে আমার কানে
টিনের চালের ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টির ফোটায়।


নিরব হয়ে বসে থেকে আমার সাতকহন
রচনা করা মৃণালিনী হয়তো সমনে পড়ে
জিজ্ঞেস করবে "আছো তো ভালো?"