হারিয়ে যাবো দূর অজানায়,
নিস্ব হবো একা,
চাঁদের আলোয় খুঁজবে সবাই,
পাবে না তো দেখা।

মেঘের আড়ালে শুকতারা যেমন,
নীরবে হারায় পথ,
তেমনি আমিও মিশে যাবো,
ভাঙবো সকল রথ।

স্মৃতির পাতায় ধুলো জমবে,
রঙ হারাবে ছবি,
শুধু পড়ে থাকবে দীর্ঘশ্বাস,
নীরব এক কবি।