খুলতে চাই একটা স্কুল
প্রতিবন্ধীদের নিয়ে,
পড়ার পাশাপাশি কাজও করাবো
তাদের দুই হাত দিয়ে।


দিনের অর্ধেক সময় পড়াশুনা
বাকি অর্ধেকটা কাজ,
হাতে কালমে শিক্ষা দিবো
চেয়ে দেখবে সমাজ।


পড়ার পাশাপাশি তাদের
বানাবো দক্ষ কর্মী বেশ,
অর্থনীতিতে রাখবে অবদান
গড়বে স্বপ্নের বাংলাদেশ।


আউটসোর্সিং এর কাজ শিখাবো
আনতে দেশে রেমিটেন্স,
তারা দেশের বোঝা নয়
সেটাই বোঝাবো বেশ।


ঘরে বসেই করবে কাজ
দেশও নিজের জন্য,
সন্মান কুড়াবে তারাও
দেশ-বিদেশ জুড়ে।


হারাতে পারবে না কেউ তাদের
সাহস আছে কার সামনে আয়,
তারাও জাতির যোদ্ধা
মানবে না আর পরাজয়।


বিঃদ্রঃ কবিতাটি অনেকদিন ধরে লিখবো লিখবো ভাবছিলাম কিন্তু এ কবিতাটার লিখবো কিভাবে তার জন্য কোন সুর কিংবা চন্দ খুজে পাচ্ছিলাম না। মিনিট ৩০ ধরে যাই মনে আসলো তাই লিখে দিলাম।