আঁধার নামে যখন চারিপাশ,
থেমে যায় সব কোলাহল।
ভেতরে তখন একাকীত্বে
নীরবে কাঁদে স্মৃতির জল।
নেই কোনো পথ, নেই কোনো দিশা,
শুধু এক অনন্ত জিজ্ঞাসা।
আলো ঝলমলে দিনের শেষে
কী রবে বাকি, কোথায় আশা?
সব স্বপ্ন, সব আকাঙ্ক্ষা
হারিয়ে যায় গভীর আঁধারে।
নিঃশ্বাসের তালে মিশে রয়
এক শূন্যতার হাহাকার।
তবুও, এই অসীম শূন্যতাই
বয়ে আনে নতুন আশ্বাস।
ধ্বংসের বুক চিরে ফোটে
জীবনের নতুন উচ্ছ্বাস।
কারণ শূন্যতা মানেই শেষ নয়,
শূন্যতা মানেই নতুন বীজ বোনা।
ভাঙা গড়ার এই খেলাঘরে
নতুন দিনের আলোয় পথ চেনা।