একটি সময়-
সময় একটু বেশিই বিড়ম্বনা
সময় কে পার করতে চাইছি
কিন্তু, সময় সে তো এখন পার হতে চাইছে না,
মনে হয় বয়স্ক জীবন, আজ বন্দি শালা___।
নিজেকে মনে হয়,
হঠাৎ__
সে এখন বুড়িতে বসেছে।
এখন সে পাঁকা পক্ত একটি স্থান চাইছে।


সকালটা আমার জানালার ফাঁকে আলোর হাত চানি,
জেগে দেখি পাশের বালিশটা ফাঁকা পরে আছে___,
টেবিলে চায়ের পেয়ালায় গরম ধোয়া,
ভেবেই নেই অস্পরীর ভালোবাসা আমার প্রতিক্ষণ।


ভর দুপুর টা আজ আমার ঘরের মেঝে___;
যেনো টাইলসে্র শরীরাংশ পর্যবেক্ষণে ব্যাস্ত
ভাবতেই ভালো লাগে,
সূর্যের সাথে আজ আমার ঘর-বসতি___।


আজ বিকালটা কে নিজের করে নিতে চাইলাম,
কিছু টা ভাবছি____,
একটি বাড়ির বন্দী সময়।
তবুও নিজের করে সাঁজাতে চাই নিজের গল্পটা।
সন্ধাটা আমার কাঁটে...,
ছাদের উপর ইটের পর ইট সাঁঝানো চেয়ারে বসে,
বেশ সময় পার করি সেখানে____;
সাথে অনেকেও__
আকাশের মাঝে চাঁদ তারাদের আলো,
আর হিম শীতল বাতাস,
নিজের সাথে অন্যকেও ছুঁয়ে যায়।


রাতের জোৎস্না আমার বেলকনি আর ঘবের মেঝেতে,
সারা রাত খেলা করে।
আমি ভাবি,
জোৎস্না এবং পূর্নিমা দু'ই আমার বন্ধু;
আমি আমার করে ভাবতে থাকি___ভালোবাসাকে।


আমাদের ছোট্ট ঘরের সিলিং,
তারা মন্ডল সাঁজাবো তাতে;
মঠ হবে আমাদের বিছানা,
বালিশের পাশে থাকবে আরও একটা বালিশ।
বেলকনি তে, এবং বেলকনিতে বাঁধা দোল চেয়ারাটা
নীল আলোর মাঝে একটু আলো ছায়া হয়ে দুলবে।


আমি------,
ঘাস হয়ে সুড়সুড়ি, দেবো তোমাকে!
তুমি তখন কেঁপে উঠবে;
কি হচ্ছে কি? অসভ্য...!
আমি তখন তোমার দিকে চেয়ে,
চোখে চোখ মিলিয়ে বলবো____,
তোমাকে ছাড়া আর কাকে ভাববো!
তবুও ....;
আমাদের ছোট্ট ছেলফিস.. ভালোবাসা,
আমার প্রতিক্ষণ।



[ সারথী, ❤️ লেখা- ১১.০৪.২০২০ ]