" বঙ্গবন্ধু "


এই বঙ্গের বুকে জন্ম মোদের
বঙ্গবন্ধু শেখ মুজিবের।
তার-ই আহবানে স্বাধীন বঙ্গ,
পেয়েছি মোরা বিশ্বের ইতিহাসে।
মুজিব কে পেয়ে ধন্য মোরা,
গর্ভ করে গ্রাম-বাংলার সর্বহারা।
বঙ্গবন্ধুর মুখের বানী
বাংলার মানুষের মুক্তির আহবান।
বঙ্গবন্ধু কে বক্ষে ধারন করে,
বাংলা মায়ের গর্ভ উথলে পড়ে।
শষ্য শ্যামল এই বাংলার মাঠ প্রান্তরে,
বঙ্গবন্ধু লুকিয়ে আছে।
বাংলার ঐ এক তারাতে
বঙ্গবন্ধুর শুর বেঁজেছে।
টঙ্গিপাড়ার সবুজ শ্যামল ফুল বাগিচায়,
বঙ্গবন্ধু চিরো নিদ্রায় ঘুম পেড়ে রয়।
এই বাংলার জন্য যে দিয়েছে নিরদ্বিধায় প্রান
সেই তো মোদের জাতির জনক,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


[সারথী, 🌹 লেখা-১০.১১.১৯৯৮]