মহামারি করোনা ভাইরাস আজ সারা বিশ্বে।
তোমার অফুরন্ত কৌশল; আগ্রাসী আহবান
অনুভূতি--- প্রতি মুহুর্তে তোমার পাগলী!
তোমার স্পর্শতা, মানব শরীরে তোমার লুকোচুরি খেলা,
মন-পাখিকে উড়তে বলে-----,
আজ তোমারি বিছানো, মানবের মরন্ত মায়াজাল;
বিশ্বময় বিশ্রুত আজ, তোমারি কাছে নত!


কোভিড-১৯, আজ তোমার কত..ও বন্ধুদ্বয়
রাস্তার জীবাণু , বাতাসে ফুটপাথ-ঘর, শরীরের গাঁট,
হাতের তালু, নক -----;
সবখানে আজ তুমি এবং তুমিই;
আজ কোভিড-১৯, মায়াবী জীবাণুঘটি গড়তে
মানব শরীরের প্রবেশ পথ গুলো ব্যবহার করতে চাই,
কোভিড-১৯, তুমি এসে জামা টানো,
বলো... কই আমার তো নোংরা লাগেনি;
স্পর্শতে এসেছি, কোলে তুলেছি, খাইয়েছি,
কই কারোর ঠোঁটে ওদের মত
তৃপ্তি তো দেখিনি!
ওদের কে___ ছুঁলে জাত যায় না,
ওরা বেশি কিছুও চায়না,
চাই, একটি নতুন অবুঝ প্রান।
কোভিড-১৯, তাই আজ তোমার কাছে
জীবাণুদ্বয়____, এরাই সেলিব্রিটি!


আজ তোমার সত্য টা, সবাই জানে,
মানবের শেষ উপেক্ষা টা লোক দেখানো;
সমাজের কথায় কিচ্ছু যায়-আসেনা তোমার,
মায়াময়ি প্রান গুলো তোমার তৃপ্তার্ত স্বার্ধ।
বাকিদের কিছুটা সান্তনা-
কথাটা শুধুই মন-ভোলানো!


তাই আমরাও বলছি---!
হয়তো পারবো কি রুখতে তোমায়,
জানিনা___।
তবে, এক সাথে যদি হয় যেনো বাঁচন!
কখনও যদিও মরন, ---পাশেই হোক সে মরণ;
প্রানের শেষ স্পন্দন, এক আল্লাহ্‌ কে করিব স্বরন।
তবুও যদি হয় আমাদের প্রাণ-হরণ!
তবে, বলতে চাই এ মরন আর না, নেয় কারও জীবন।
ফরিয়াদ, এ মূত্যু যেন দাম পাই শহিদান।
কোভিড -১৯, তুমি ফিরে যাও
মুক্তি দাও তুমি, কাঁকতালিও মৃত্যুর রোল ম্যাপ থেকে।



[ সারথী, ❤️ লেখা- ০৭.০৪.২০২০ ]