মুহুর্তের অনেক ক্ষেত্রে
একটি বাড়ন্ত বৃক্ষ হয়ে ওঠে,
একটি নাব্য নদী।


একটি সরল রেখা;
অথবা...., একটি পথের পরে
একটি মাত্র নষ্ট গলি।


যেখানে কাক্ষিত মানুষের
সব গুন, নষ্ট হয়ে যায়,
নষ্ট হয় একটি সমাজের দোষে;
ঠিক নদীও নব্যতা হারায় বালির... চুড়ায়,
নষ্ট পথের স্বচ্ছতার অভাব পেয়ে।


তেমনি, আমি ও...,,
এ সমাজের মাঝে অনেক ক্ষেত্রে।



[ সারথী, ❤️ লেখা- ২০.১১.২০০৩ ]