হঠাৎ......;
ভালোবাসার কোন আকৃতি নেই...,
নেই কোন প্রতিশ্রুতি...।
আবেগের অবস্থাও অনেকটা স্বাধীন;
প্রয়োজন আর দায়িত্বের দাবানলে
ভালোবাসার উদগীরন আজ তেমন সমাদর যোগ্য নয়...।
আজ ভালোলাগা আর ভালোবাসা পূরাতন স্মৃতিতে হাঁটতে শেখায় না।


প্রতিক্ষা আর অপেক্ষার গন্ধ মাখা পাপড়ীতে ঘুন ধরেছে।
সন্ধ্যামালতি, বকুল আর হাসনাহেনা আজ হার মেনেছে, কৃত্রিম গোলাপের কাছে।
দায়িত্বের খেলা ঘরে ভালোবাসাতে আজ মরিচা ধরেছে।
তোমার প্রজাপ্রতি পাখা, আগলে রাখবে বলে আজ আর রং এর ফুলঝুরিতে উৎসব করে না।
মায়াবতী,ময়ুরের সুন্দরীও ভালবাসাকে আকৃষ্ট করতে ভূলে গেছে....!


আজ এবং এখন ভালোবাসা মানে খোলস খোলার চেষ্টা।
আজ, ভালোবাসার মাতাল অভিনয়ে অভিনেতা সবাই.... ;
এখন অনেকটা ব্যক্তি চাহিদার যোগান দিতে সবাই মত্ত,
আজকের সমাজ মুখে তালার আবরনে ফেলেছে,
ইজ্জত আর সমাজ নরপিশাচের....
ভালোবাসার লজ্জাবনত মুখ
আজ আর চুপসে যায় না।


কাল্পনিক নোংরামী আর নষ্ট ভালোবাসার চর্চায় মত্ত সমাজ...
শৈল্পিক নিত্য আয়োজনে ভালোবাসার নির্দিষ্ট দিন,
অবস্থা নিয়েছে ক্যালেন্ডারে।


[ সারথী, ♥ লেখা- ১২.০২.২০২৩]