গতানুগতিক জীবন মর্গে
প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি....!
আবার,
প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে...!
মায়াবী জীবনের নাটাইটা,
প্রতি মুহুর্তে জীবন মানচিত্রের
ভালবাসা কি....? তা, চিন্তে চাই।
চামড়ার খোলসে মোড়ানো হৃদয় পিন্ডটা ভীষণ প্রতারক।


হৃদয় ভেঙ্গেছে যে, সে..ও জানে না কষ্টের মাপকাঠি।
পৃথিবীর স্বপ্ন ঝুড়ির.. সব আশা কি মানুষের পূর্ণ হয়?
জীবন গাথা কবিতা, পড়ে থাকে কবিতাতেই।
নিয়তির বান ঘূর্ণায়মান খেলায় মহাজগৎ!
কল্পনার নাটাই ছেড়া ঘুড়ি,
নীল আকাশে পূর্নিমার আলো ছুতে চাই।


এখন...,!
স্বপ্নপিন্ড থেকে, হৃদয়কে খুলে এনে মাঝে মধ্যে
আগুনে স্যাঁক দেয়।
ভালোবাসার গন্ধ লুকাতে, পারফিউমের আবরণ দেয়।


তবুও ঝলসে যাওয়া হৃদয়,
পুনরায় হ'য়ে উঠতে...,  প্রতিওমান।
আর…. ভালোবাসা,
সে তো অগোছালো মরিচিকা।



[ সারথী, 💛  লেখা- ২০.০৩.২০২৩ ]