" আমাদের ছোট্ট গ্রাম "


ছোট্ট গ্রাম, ছোট্ট গ্রাম
হাজরাতলা গ্রাম।
এই গ্রামে নেই কোন ব্রাম্মনের নাম,
এই গ্রামে নেই কোন
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান,
নেই ভিক্ষুক, জেলে, তাঁতি, কামার-কুমার আর হির্জার অবস্থান,
আছে শুধুই মুসলমান।
এই গ্রামের মসজিদেতে আযানের আহবান ভাসে,
এই গ্রামের মাদ্রাসা থেকে কোরানের বানী আসে।
এই গ্রামের বিল-ঝিল আর খালে
শাপলা শালুক ভাসে
এই গ্রামের মাঠে মাঠে,
সবুজ ফসল ফলে;
এই গ্রামের পরিবেশ
অপুরুপের দেশ
এই গ্রামের পরিচিতি আজ গুনীজনের মাঝে
শিক্ষার আলোই আলোকৃত আজ সকলের ঘরে ঘরে।
ছোট্ট গ্রাম, ছোট্ট গ্রাম
হাজরাতলা গ্রাম।
এই গ্রামে চলছে আজও
কৃষকের জীবন সংগ্রাম।
কৃর্ষি নির্ভর গ্রাম খানি আজ সবুজের সমারহ,
কৃষকের সন্তান জেগে উঠছে আজ শিক্ষা মশাল নিয়ে।
দেশের মাঝে পরিচিতি পেয়েছে ছোট্ট গ্রামখানীর
হয়তো বিশ্বের মাঝে মাথা তুলবে একদিন,
হাজরাতালা গ্রাম খানি, আমরা তা মানি।


[ সারথী, 💙  লেখা- ১৫.০৮.১৯৯৫]