মনে পড়ে সেই পুরাতন স্মৃতি গুলোর কথা "স্বাধীনতা"।
স্বাধীনতা,
আবার র্দীঘ বছর পর আমাদের মাঝে ফিরে এসেছো।
স্বাধীনতা, আমরা জানি,
তুমি আমাদের মাঝে ক্ষনিকের জন্য ফিরে এসেছো।
মাত্র ২৪ ঘন্টার জন্য বাংলা মায়ের বুকে ফিরে এসেছো।
স্বাধীনতা, তুমি ফিরে এসেছো,
বহু বছর আগের স্মৃতি গুলো স্বরন করে দিতে।


স্বাধীনতা, তুমি ফিরে এসেছো,
মা-বোনের নির্যাতিত দেহ,
যে প্রানে ঘটে ছিলো শকুন আর কুকুরের ক্ষনিকের বসবাস।
যে পথে পড়ে ছিলো ভায়ের রক্ত মাখা লাশ।
হাইনাদের পায়ের বুটে পিশে ছিলো দাদুর চশমা ও লাঠি।
যে জায়নামাজের উপর পিতার রক্তে বাংলার পতাকা আঁকা হয়ে ছিলো।
ঐ অতিতকে মনে করে দিতে।


স্বাধীনতা তুমি ফিরে এসেছো,
লক্ষ শহিদের.... যে আত্না;
বাংলা ভাষার কথা বলে ছিলো,
বাংলার দিনমজুরের দাবীর কথা বলে ছিলো।
আজ তুমি আবারও ফিরে এসেছো,
গনতান্ত্রিক চাহিদা আদায়ের অধিকার প্রতিষ্ঠার কথা কে স্মরণ করাতে।
যেখানে অমাবশ্যায় বিলিন হওয়া মা-বাবার পরিচয়হীন অজস্র সন্তানের অবস্থান।
সতিত্ব হারানো বিরঙ্গনার স্মৃতিকে জাগিয়ে তুলতে।


স্বাধীনতা, তুমি ফিরে এসেছো...
ত্রিশ লক্ষ শহিদের রক্ত দিয়ে এদেশেকে পবিত্র করার কথা, মনে করিয়ে দিতে।
স্বাধীনতা, তুমি নতুনের সাজে ফিরে এসেছো,
প্রকৃত ইতিহাস আগামী প্রজন্মের মাঝে তুলে ধরার জন্য "স্বাধীনতা "।



[সারথী, 💙 লেখা- ১৫.০৮.১৯৯৮]