" চাঁদের নীরবতা "


সন্ধা হয়ে আসছে
চারিদিকে শান্ত নীরবতা;
আজ আকাশের গায়ে অর্ধাংশ চাঁদ
মনে হয় খুব কষ্টে জন্ম লাভ করেছে।


আজ সন্ধায়,
চাঁদের নিস্তব্ধা......;
এই পৃথিবীতে বিরাজ করছে।
হঠাৎ কালো এক রাশি মেঘ এসে,
চাঁদকে আড়াল করে নিলো;
চাঁদের বুক ফাঁটা আত্ন চিৎকার,
জানি....;
পৃথিবীর বুকে নেমে আসবে না কখনোই
শুধু কবির অনুভূতিতে উপলব্ধি করছে মাত্র,
চাঁদের সঙ্গী হবার মত কোন তারা,
আজ, জন্ম লাভ করেনি ঐ আকাশের বুকে।


আস্তে আস্তে রাত গভির হয়ে এলো
কালো মেঘের আন্ধকারে,
কুড়ে কুড়ে খেতে লাগলো ঐ চাঁদ কে,
রাতের মাঝ পথে এসে.... হঠাৎ,
চাঁদকে আর পৃথিবীর বুকে দেখা নেই।
হয়তো বা ঐ চাঁদ আজ রাতে আর দেখা দেবে না;
হয় তো সে আর আলো জালাবে না পৃথিবীর বুকে।


হতে পারে সে এই রাতে....,
বুকের জমাট বেদনা নিয়ে
সে নীরবে হারিয়ে গেছে।
এই অন্ধকার আকাশের মাঝে।


[ সারথী, 💙  লেখা-০২.০৮.১৯৯৫]