জীবনের প্রতিটি মুহুর্ত পরিবর্তনশীল.....,
সময় উপযোগী পরিবর্তনের মাত্রাটাও বেশ ভিন্ন হ'য়ে অবস্থান নেয়।
নির্দিষ্ট সময়ের মুহুর্ত গুলো মাঝে মাধ্যে বেশ অচেনা মনে হয়।


গোধূলির আলো মাখা আকাশ পটের উপরে-
সেই.... টুকুই চোখ যায় যেটুকু, কপালকে ছুতে পাবে না...,।
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাতেও আজ সে গতানুগতিক.....!
জীবন চাহিদায়, নিত্তবিধীর দ্বায়িত্বকে পাহারা দিতে গিয়ে;
আজ, নিজের  দ্বায়িত্ব-কর্তব্যকে পঙ্গুত্বে রুপ দিয়েছি!
মেরুদণ্ডহীন ভাসোমান ভালোবাসার মাঝে নিজেকে উপস্থিত করছি।


সময় উপযোগী দ্বায়িত্ব, নিশ্চুপ হলে প্রয়োজনও পরিবর্তনে রুপ নেয়।
রক্তের হিসাবটাও সেদিন অচেনা এক্সপ্রেস।


গতিশীল জীবনের ব্যস্ততা একদিন স্থির সময়ে এসে ধরা দেবে।
প্রত্যেকে সেদিন নিজেকেই প্রাধান্য দিবে,
অতিত কর্তব্য আর ভালোবাসা অর্থহীন...।
সেদিন নিংড়ানো শরীরটা মনে হবে এখন শুধুই পালা বদলের চেষ্টা.....!
আবেগ-চাহিদা-দ্বায়িত্ব এবং ভালোবাসা নিজেকে কথা শোনাবে;


সেদিন বাস্তবতা আর বাস্তব আমাকে উপহাস করে হাতছানি দিবে;
সাথে অভিমানী প্রিয় এলিজাবেথ..... ও...
যে-মনটি সকলের জন্য দ্বায়িত্বের ডালা সাঁঝিয়েছে..
ঐতিহাসিক মুহূর্তে তার অবদানের প্রাপ্তি হবে
সময় ও জীবনের গল্প মাত্র।


[সারথী,  💙 লেখা-১৪.০২.২০২৩]