আজও বাইরে অঝোরে ঝরে চলেছে বৃষ্টি,
সেদিন যেমন স্টেশনের কাছে ভিজেছিলাম দুজন
মনের ভিতরটা হয়ে থাকে লাশ কাটা ঘরের মতো শীতল,
আমি ক্ষতবিক্ষত করতে থাকি নিজের লাশ অদ্ভুত হিংস্রতায়,
এই যন্ত্রনা গুলো আরাম দেয় আমার মনকে।
নিজের গরম রক্তে পড়ে হেসে উঠি শিশুর মতো
বাইরে বিষাক্ত বৃষ্টিটা পড়ে যাচ্ছে এখনও।
ঠিক আমার সদ্যজাত ক্ষতের গা বেয়ে যেমন রক্ত ঝরছে
ওই বৃষ্টির জলে ধোয়া শহরের জঞ্জালের সাথে
আমিও মিশে যাই ভেসে যাই ধীরে ধীরে।
এই যন্ত্রনার অজুহাতে আরও কিছু অভিযোগ কাঁধে নিয়ে
রক্তের বিষাক্ত নীলে ভেসে যাই দুর কোনও দেশে।
যেখানে মৃত্যুর লিখিত দলিল জমা করতে হয়না কারও কাছে।