স্তব্ধ যখন সময়
অলস অবসরে হারিয়ে যায় মন
কখনো দুপুর রোদের ছাদ
কখনো ব্যস্ত বিকেলের রং
অনেক গুলো সাদা জমে থাকা আকাশ
আর মাঝে মাঝে ছুটে আসা দুষ্টুমি
ভিজিয়ে দিয়ে যায় বাহ্যিক আমাকে
আমার ভেতরে যে আমি টা থাকে
ওর কথা মনে পড়েনা তেমন কারোর
আমি নিজেও তো ভুলে যাই অসময়ের ডাকে
ওর যে কথা বলতে ভালো লাগে
বৃষ্টিতে প্রিয় মানুষটার সাথে ভিজতে ভালো লাগে
রং তুলি হাতে সবকিছু রাঙিয়ে দিতে ভালো লাগে
ওর জন্য সময় নেই কারোর,
সময় নেই অবসর ভাঙার
সময় নেই এক দৌড়ে আকাশ ছোঁয়ার
আজ আমার আমিটাই ভেঙে চুরে যন্ত্র হয়ে গেছে
শুধু একটু সময় নেই বলে