আচ্ছা,
তোর কী টিপ ভালো লাগে
লাল নিল কালো রঙের টিপ।


আমার ভালো লাগে
রক্ত জমা লাল টিপ
লাল পাড়ের হলুদ শাড়ি
এলো চুলে মিষ্টি বাতাস
যেন সব কিছু মিরর গ্লাসে
পড়ন্ত বিকেলের ছায়া।


তুইতো জানিস,
আমি গুছিয়ে বলতে পারিনা
চাইলেও গুছিয়ে উঠতে পারিনা
তোর আঙ্গুলের ফাঁকের
শাড়ির কুচির মতই
সব যেন আমার অগোচালো।


আচ্ছা,
তোর হাতে একটা মালা হবে
কালো সুতোয় বকুল ফুলের মালা
সাথে গোলাপ পাপড়ি মিশিয়ে
কিছু গুন গুনের গান।


আমার ইচ্ছেদের কিন্তু
স্বপ্ন দেখারই শখ
জানি তোর সময় নেই
হলুদ শাড়িও তোর পচন্দ নয়
কবিতারা কেবল তোর খাতায়
একটা ক্যানভাসের বোবা প্রতিচ্ছবি।


তবু রাতের নিয়ন বাতি জ্বেলে
আমি পূর্ণিমার আসর বসাই
নীল জোঁনাকের নীল আলোয়
একটা হলুদ আর লাল রঙের
খামে ভরা বেলি ফুলের অপেক্ষায়।