ঝরে মুক্তো মালায় গাঁথা কাহন,
নির্জনে বসে ভাবছি সেসব,,
যা আজ করেছে মোরে হরন,
সবি আজ নিস্পৃত নিরব।


চাহনির তলানীতে থাকা বিন্দু,
জমে জমে হয়েছে মহাসিন্ধু,,
কুরুক্ষেত্রেরর যোদ্ধার ন্যায় করছি যুদ্ধ,
মনটা আমাার তবু অনবরত।


এযে বাস্তবের সাতকাহন,
পদ্মপাতার জলে বসে থাকা প্রজাপতি,,
মানাবে,রাঙ্গাবে,গড়াবে সময়,
ধরতে গেলে যাবে ভেঙ্গে,যায়না বুঝা গতি।।


প্রকৃতির অসঙ্গতি বড়ই নিষ্ঠুর,
ঝড়ো হাওয়ার তালে দোলাণ্বিত সবি,,
তবু করি মিনতি যদি হয় খানিক কসুর,
করা কৃত্যের মার্জনা।।


আঁধার,নিঃসঙ্গ,নিঃসপৃহ...
আজ সবি আমার আপন,
আরোহিত যাতনা কষ্টের দূরহ,
নেই কিছু, যা করার গোপন।।