আবেশে বুঝে আসছে আঁখিযুগল
পরশ পাথর পেলাম কোথায়,
কোমল হাতের মায়াবী ছোঁয়াায়
মোহনীয় সাড়ায় মনতঃ ব্যাকুল।


একি! এযে কল্পিত কল্পনা
পাড়ি দিয়ে এলাম সাগর নীলিমা,
পুষ্পঃত চাঁদ দেখবো বলে।
মনের ক্যানবাসটা সত্যিকারে আঁকবো বলে।।


দোহায় খন্ডন,নীব্রত মন
সোপান বুনেছি কত??
মরু দূরত্ব হয়েছে বাঁধা
কথা মানেনি শত....!!


প্রেয়শীয়ন'
তোমায় মনে পড়ছে ভীষন;
মিলিবে কবে চার চোখের দৃষ্টি,,
অনুভূতিযে ছিড়ছে বাঁধন
অঝোর ধারার নামছে,খানিক বৃষ্টি।।।