নদীর টানে মায়ের কোলে,
মেঘের জোয়ারে ভেসে;
পাহাড় ছুঁয়ে  সমুদ্রের অভিমুখে।


উত্তাল সমুদ্রের উর্মি হয়ে,
বর্ষার স্রোতে ভেসে যাই;
চিকনাই নদীর বুকে।


মনে চায় গাঁয়ে ফিরে যাই,
যেখানে ঘুমায়  শৈশবের স্মৃতি;
মুক্ত জীবনের মধুময় অতীতে।