বুঝিলো না মন খুঁজিলো ধন
সারা জীবন ঘুরে,
জমানো ধন যতো উপার্জন
সবই অন্যের তরে।


ভোগের পথে স্বার্থের পথে
কল্যাণকর নহে,
ত্যাগের পথে মঙ্গলের পথে
পরম তৃপ্তি রহে ।


মরণকালে সব বিফলে
কেউ নহে আপন,
সাদা কাফন শেষ সম্বল
বাঁশ মাটির আচ্ছাদন।