আমি আমার ভবিষ্যত্ নিয়ে এই দেশে আর কিছু ভাবছিনা।
যেখানে ঋনের বোঝা নিয়ে জন্মাতে হয়
নিয়ে শুধু উন্নয়নের অঙ্গীকার ।
লুটেরা লুটে নিচ্ছে সব
ভবিষ্যত্ আমার করে অন্ধকার ।


আমি আর বিচার চাইতে যাচ্ছিনা
যদিও বিচার চাওয়ার  অধিকার দিয়েছে  আমায় সংবিধান ।
যেখানে আইন হয়ে যায় অর্থের কাছে ফেরি
সেখানে বিচার না পাওয়াই যেন অলিখিত বিধান।


আমি আর তোমাদের মাঝে থাকছিনা
যেখানে আমার অধিকারে ভাগ বসায় রাগব বোয়াল।
আমার অধিকারে প্রবেশাধিকার পাইতে
যেখানে অর্থ দিতে হয় বেসামাল ।


আমি আর তোমাদের মাঝে কিছু বলতে আসছিনা
যেখানে নিপীড়িত মানুষের হাহাকার শুনতে আসেনা কেউ।
যেখানে প্রতিবাদে শক্ত হয়ে নেমে আসে দূর্বিসহ যন্ত্রণার ঢেউ।


☝☝☝সত্যিই আমি আর তোমাদের মাঝে আসছিনা।