বাহিরের ডেকোরেশনে লাগছে
কিছু পুরানার ছাপ,
ভিতরটায় আছে কিন্তু
সেই আগেরই ভাবসাব।


বুকের লোম এখনো কালো
দেখলে মনে হয় আছে ভালো,
মাথার মাঝে দিচ্ছে উঁকি
যতই করি বুকিঝুকি
পারছিনা রাখতে ভালো,
খানিক নড়লেই উঁকি মারে
হেলোজিনের আলো।


বয়স গুণবো আর কিসে
হাতের আঙুল পায়ের আঙুল
সেই কবেই তো শেষে।


তাই বয়স নিয়ে এখন দোস্ত
ভাবছিনা আর কিছু
দুনিয়ার লোভ-লালসাই
ছাড়ছেনা মোর পিছু।


ক্লান্তির ভারে শরিলটা যখন
আসবে একটু নুয়ে,
তখন বুঝবো বয়সটা বুঝি
পুরোটাই ফেলছি খুয়ে।