কিভাবে  যে দিবো পাড়ি
আমার জীবন তরী
ভাবতে গেলেই মনে হয়
এই বুঝি গেলাম মরি।


জীবন তরী হেলায় খেলায়
দিলাম না হয় পাড়ি
"পর" তরীর কি হবে
ভাবনা যে করি।


সকাল সন্ধ্যা চলে যায়
লাভ লোকসানের হিসেব করে
কাকে ঠকালাম কতোটা জিতে নিলাম
তা হিসেব না করে।
নিজের লাভের হিসেব করি
আঙুল ধরে ধরে ।


রাত্রি যখন গভীর হয়ে
নিরব চারদিক
ভয়টা তখন মনের ভিতর
বেরে যায় অধিক।


হিসেবের  খাতাটা আবার খুলে
দেখি গনে গনে
সবইতো করেছি পাপ
নিজেই জেনে শুনে।


অন্যায় ভেবে অনুতাপে আল্লাহর দরগায়
কতো যে চাই ক্ষমা,মাফ কি পাওয়া যায়।
ভুল করেছি মাফ করে দাও
আর যে করবো না।
সকাল হলেই আবার শুরু
মনে যে থাকেনা।


পাপ যে আমার আপাদমস্তক
চাই যে দোয়েয়া তোমার।
তুমি বিনা দোয়ার সাগর
কে আছে আর আমার ।