নিঃশ্বাসটাকেইতো করিতে পারিনা বিশ্বাস
কি করিয়া অর্জন করিবো
তুমি আমাতেই করিবে বাস।


পাহাড় পর্বত হিমালয়
যদিও করিতে পারি চন্দ্র জয়।
তবুও হয়না মনে, করিতে পারিবো
তোমার দুর্ভেদ্য মনটা জয়।


কখনো কখনো এমন মনে হয়
আমার জন্যই তুমি,
তুচ্ছ করতে পারো
ধরনীর যা কিছু দামি।
খানিক বাদে বুঝতে পারি
এ শুধু আমারই বোকামি।


কতোকিছু ভেবেছি
সাথে সাজিয়েছি রঙিন স্বপ্ন।
তোমার ইচ্ছেতেই পূরণ হবে
যা অবাস্তব কোন গল্প নয়।
এ বুঝি আমার ভাবনা
যা ভাবনাতেই পরে রয় ।


ভাবনাতে রয়েছো তুমি
আছো আমার স্বপ্নের বিশাল জগৎ জুড়ে
যেখানে মুক্ত প্রজার মুকুটহীন রাজার
একমাত্র রানী হয়ে।