একটা ইচ্ছেপুরনের আকাশ চাই,
যেখানে রোজকার অস্বস্তি গুলো জমা রেখে
ক'ফোটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো..!
একটা নিজস্ব গভীরতার সমুদ্র চাই,
রিদয়ের এক কোনায় গুটিসুটি বেঁধে থাকা
কিছু ভুলগুলো হাত বাড়াতে চাইলেই
ভাসিয়ে দিবো সমুদ্র জলে..!


আকাশে জমানো নিশ্চুপ মেঘে
মনের অতৃপ্তিগুলো গুমোট বেঁধে কাঁচ সমুদ্রের উত্তাল
গভীর ভাঁজে মিশিয়ে মনটাকে তৃপ্ত করে নিবো।
দীর্ঘশ্বাসের ভার ছেয়ে যাবে শরীরবন্ধী হয়ে যখন,
ঠিক তখনি বিলাশী রুপে শ্বাসটুকু উড়িয়ে দেব
স্বস্তির মেঘছায়া রঙে...!


গোধুলী বিকেলে চিঠি পাঠাবো মেঘডুবির ওই সীমান্তে,
আকাশ আসবে আমার দ্বারে ছুঁয়ে যাবে মন..!
সব মন খারাপের হবে ছুটি, হবে বিষাদের অবসান...!!:)