বিশ্বের বুকে মহা তেজস্বী দুনিয়া কাঁপানো মুসলমান !
তৌহিদের ডাকে সাড়া দিতে গিয়া,
কাঁপাইয়া  ছিলে বিশাল দুনিয়া।
তোমরাতো এই পৃথিবীর বুকে বহাইয়া ছিলে ঝড় তুফান।
তোমরাতো এই পৃথিবীর বুকে,
সার্দুল সম দাড়াইলে রুখে।
তাহার ধমকে শত রজনের খশে পড়েছিল শিরস্থান।
ভারতবর্ষের উপমহাদেশে,
এসেছিলে তুমি বিজয়ের বেশে।
কেঁপে উঠেছিল ভারতবর্ষ কম্পিত হল সারা জাহান।
বিশ্বের বুকে মহা তেজস্বী দুনিয়া কাঁপানো মুসলমান !


মক্কা মদিনা ইরান ইরাকা,
তুর্কী তেহরান শিশামামেরিকা।
পারস্য মিশর পাঞ্জাব রোম স্পেন রুশ ও মুলতান।
আফ্রিকা গ্রীক নিখিল ভারত চিন ও জাপান তব পদানত।
অর্ধ পৃথিবী করে মাথা নত তোমরা ছিলেন সে সুলতান ?
বিশ্বের বুকে মহা তেজস্বী দুনিয়া কাঁপানো মুসলমান !


আজ দুশমনেরা তব আশেপাশে,
দুশমনি করে মুসলিম বেশে।
মুসলিম বেশি হলেও কিন্তু আসলে তারা অমুসলমান।
ওরে,ওরে বিশ্ব নবীর সাধনাগারে,
দাঁত ভাঙ্গা সেই ইসলাম শিরে।
আঘাত হেনেছে মহা পাতকিরে ঘুমিয়ে রয়েছ মুসলমান ?
বিশ্বের বুকে মহা তেজস্বী দুনিয়া কাঁপানো মুসলমান !


ওরে,ধিক্ ধিক্ ওরে শত ধিক্ তোরে মুসলিম তব লজ্জা নাই,
এখনো তোমরা পৃথিবীর বুকে বেচেঁ আছো কটি লক্ষ ভাই।
তব জাতি মুখে চুনকালি দিয়ে,
এখনো তোমারা রয়েছ ঘুমিয়ে।
জেগে ওঠ বীর সিংহ সাবক রক্ত নেশায় এগিয়ে যাই।
এবার; দাও শ্লোগান নারায় তাকবীর লক্ষ মুখে মুসলমান।
আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে উঠুক ওই সারা জাহান।
দেখাও; ওরে দেখাও আবার সেই বাহুবল,
বিশ্ব জগৎ হোক টমমলে।
নেচে উঠুক ঐ নীলাকাশ জুড়ে ইসলামের বিজয় নিশান।
বিশ্বের বুকে মহা তেজস্বী দুনিয়া কাঁপানো মুসলমান !
                        -----*-----
রচনায় :-
আলহাজ্ব কবি এস,এম,আব্দুস সাত্তার.!
                   হিদিয়া,অভয়নগর,যশোর.!
কবিতাটি কবির 'মুক্তির মালা' নামক গ্রন্থ হতে সংগৃহিত করা হয়েছে .!!!!!!!!!!!!