শুকনো লঙ্কার গন্ধে ব্যাকূল
আড়সোলা টি ঐ,
সারাটি রাত এদিক-ওদিক
ছুটছিল পই পই।


পিয়াজ, রসুন, কাঁচা, আদা
সব ঠাই খানা-খন্দ,
স্পষ্টতইঃ আড়সোলারাই
ঘটিয়েছে এ কান্ড !


অভিমানী গৃহকর্তী
কর্তার রক্তিম আঁখি,
সইবো না আর আড়সোলাদের
স্বাধীন দেশে থাকি।


মানব বন্ধন, দানব বন্ধন
হরতাল কর্মসূচি,
পালন করলো কৃষক, মজুর
ডোম-চারাল আর মুচি !


আসলে যে কর্তা বাবু
সস্তা খাওয়ার লোভে,
খরিদ করছে পঁচা সদাই
সে জ্ঞান হবে কবে ?