পিচ ঢালা এ রাজপথে
            কে ফুটালো রক্তজবা;
কে ফুটালো শিমুল ফুল?
          কে উঠালো পাথর খুঁড়ে-
শহীদ স্মৃতির বেদীমূল।


ফুল তো নয় জমাট বাধা
                টক টকে লাল রক্ত,
ফুটে ছিল বায়ান্নতে-
               একুশের সে ওয়াক্ত।


আমার দেশের তরুন যারা
          এমন ফুলই ফোটায় তারা;
পাবে না’ক এমন দেশটি
                    খুঁজে কোন খানে,
আমার দেশের তরুণেরা
                 ফুল ফোটাতে যানে।