আমি সেই পথের বাঁকে দাঁড়িয়ে থাকি
অনেক স্বপ্ন নিয়ে চোখে
ঘুম তখনো ভাঙেনি এক চোখে


অলস একটা কুয়াশা ছিল
চারিপাশে
আর ঘুমন্ত মানুষের
সারি সারি মিছিল ছিল
কেউ পদাতিক সমগ্র ভার
নিয়ে এগিয়ে চলে সামনের দিকে


কিছু অশ্বারোহী থাকে ইঞ্জিনের মতো
বাতাসের থেকে বেগে যাওয়া চাই
সমূহ সর্বনাশ বুঝি
ঘটে যায় অচেতনে
তাই উপস্থিত থাকা চাই


কিছু চলে গজেন্দ্রগমনে
যেন কোনো তাড়া নেই
নেই কোনো বিপ্লবের মানে
একদিন পৌঁছে যাবে বলে তারা
গল্পের রূপকথা ভাঁজে
মনের আনাচে-কানাচে


আর আছে কিছু বাতিল
পোশাকের ভিতরে
তাদের লুকোবার স্থান আছে
তবুও কিছু লুকোতে পায় না বলে
পদপিষ্ট হয়
অনেক অনেক সুর
কিছুটা সরল আর তরল মিলে মিশে গিয়ে
তবু দুর্ভেদ্য বাজনায়
শুধু বাজে আর কান ঝালাপালা
করে বলে চলে আমি আগন্তুক…..