বহুদিন পরে শহরে এলাম
কোনো বিবর্তন যেন নেই
সবকিছু আগের মতোই এলোমেলো
একই রূপ রস গন্ধ
থেকে গেলে রোমাঞ্চিত সকলেই হই


সেই চেনা ফুটপাথ
অচেনা দোকানে খেতে বসি
রোদজাগা ক্ষুধার্ত মন নিয়ে
চেনা যানবাহনের ধোঁয়াতে
আবিষ্ট হতে ভালো লাগে
ভীষণ রকম এক ভালো


যে কাজে এসেছিলাম
বহুকষ্টে শেষ করি
শহরের এ প্রান্ত থেকে
ও প্রান্ত নড়াচড়া করে
অনেক রোদ মেখে
শহরে বৃষ্টির দেখা নেই বহুদিন
তবু হেঁটেছি রাস্তায়
বারবার ঘেমে নেয়ে হাঁটি


আবার হাঁটবো কবে জানি না
তেমনি কোনো অনুভূতি নিয়ে
ফিরে যাবো আজ রাতেই
ফের যদি আসি
তখন কিন্তু একটু মেঘলা থেকো
বিবর্তন মাঝে মাঝে ঘটে গেলে
ক্ষতি নেই জেনো....


শহর থেকে ফেরা ১১