যে অনুকরণে তোমাকে ডাকি
যে মৃত পদাতিক থাকে
যুদ্ধের অবশিষ্ট হিসেবে


সম্রাটের মুকুটেও থাকে সেই অশ্রু
গলিত মনের কষ্ট
জমাট বেঁধে ধরে রাখে মাথায়


রাজা সেসব জানে কিংবা জানে না
রাজার হাসিতে থাকে
অদৃশ্য উত্তরাধিকার


তবুও অনুকরণে ডাকি
বিচিত্র সমারোহ ডেকে আনি
আজ আমার রাজ্যাভিষেক


আমিও নিষ্ঠুর সেজে হাসিখুশি থাকি...