আরব সাগর


এই সমুদ্র কেমন আছিস?
আমায় কি তুই চিনতে পারিস?
আধ বিকেলে যখন আমি
হঠাৎ আসি কিসের ঘোরে –
কিম্বা যখন দুপুর বেলা
রোদ পড়েছে দিগন্তরে,
তখন আমার মন খারাপের
হঠাৎ করে কি যেন হয়
তুই কি তার হদিস জানিস?
যখন আমার ঘুম আসে নি
যখন আমার স্বপ্ন ভাঙে
কিম্বা যখন ঝোড়ো হাওয়া
মনের ভিতর উথাল পাথাল
সত্যি করে বল দেখি তুই
এমন আমার কি যে হলো ।


এই সমুদ্র খেলতে যাবি?
আমার সঙ্গে বিকেলবেলা ?
আমি তোকে মাঠের ধারে
রোজ দুবেলা নিয়ে যাবো
সেইখানেও সূর্য ডোবে
ঠিক যেরকম ডুবতে থাকে
হঠাৎ করে  নিয়ম করে
তোর বুকেতে সন্ধেবেলা ।
কি হবে তোর হেথায় থেকে
অষ্টপ্রহর ঢেউয়ের সাথে
বকরবকর খিটিমিটি,
তার চেয়ে চল মাঠের ধারে
সবুজ সবুজ ঘাসের উপর
হাঁটতে হাঁটতে গল্প করি।