এলোমেলো পাথরের বুকে থাকে দাগ
সবকিছু হারিয়ে যাওয়ার আগে
কতকিছু দেখে যাওয়া চাই
তবু এলোমেলো কথা থাকে
যা কিছু ভবিষ্য বলে মানি
মনে হয় খুব কাছ থেকে দেখি
একটা বকের মাথা নড়ে
পুকুরের থেকে
পাপ-পূণ্য মিলে যায়
যখন বিড়ালের মুখে থাকে
পায়রার ঘ্রাণ
সেই শেষ ভবিতব্য
সেই শেষ স্বপ্নের দাগ
বালিশের গায়ে লেগে থাকে
অনেকটা বিরহের গান
তবুও ঘুম ভাঙে পরিচিত পাখীর ডাকে
অনেক পাখীর আওয়াজের স্বপ্ন
আমার সমগ্র মস্তিষ্কে নাড়া দেয়


এই অনুরননের বুকে
মাথা পেতে বলি
শান্ত হও স্তব্ধ হও
হও অনাবিল আনন্দের জলে স্থির
সব স্বপ্ন মুছে যায়
ভবিতব্য থেকে
একমুঠো আশার ঋণ
মহাজনী সুদে বাঁধা পড়ে
ছটপটে পায়রার গন্ধে
বিড়ালের খিদের পাথরে….