যেদিকে তাকালে নিঃশব্দ আসে
সেদিকে তাকাই না
কেননা নিঃশব্দ লাগে না ভালো


যেসব এলোমেলো কথা থাকে
মানুষের ভীড়ে আর নাটমন্দিরে
আমি তাদের ভালোবাসি


শুধু শুধু বৃষ্টিপাত হলে
বা ডেকে উঠলে ঝিঁঝিঁ পোকা
তাদের মধ্যেও এক কথা থাকে


কিংবা যখন ঘেমে উঠছে সবাই
অসহ্য গরমে কিংবা কষ্টে
তখনো সবাই চুপিসাড়ে কথা বলে যায়


তাইতো আমাদের দোভাষীর প্রয়োজন হয়….