তথাকথিত ইতিহাসের হাতে
শিকল পরিয়েছি
খাতার পাতায় শূন্য নামে খালি
অহেতুক বৃষ্টির জল
বন্যা হতে খুব বেশী দেরী নেই


তবুও অনেক বৃষ্টির ফোঁটা
গায়ে লাগে বাসের জানালায়
ঘুম চোখে রাস্তার ভীড়
অনেক মিছিলভরা স্বপ্ন
হঠাৎ একদিন ভেঙে যাবে বলে
আন্দোলনে নামিনি খালি পায়ে


অনেক অনেক দৃষ্টিকোণ
ঠোঁটের কোনের লুকোনো হাসি
স্বপ্নের শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচে….


শহর থেকে ফেরা ৮