কাকাতুয়া হারিয়ে গেছে
খাঁচাটা কখন ছিল খোলা
বন্দী তার নিয়েছে সুযোগ


দ্বৈরথে সবাই ডুবে যায়
নিরিবিলি বলে কিছু নেই
অদ্ভুত এক উদযাপনে সবাই মাতে


সেই গানের কলি হারিয়ে গেছে
কোমল গান্ধারের প্রতিলিপিটাও
এখন সবাই শিলালিপি


অজস্র গালাগাল মুখে ফোটে
অকথ্য অতথ্য ভাষায় ওঠে নাভিশ্বাস
পালিয়ে যেতে চায় সবাই


সবাই অবহেলিত খাঁচা ভাগ্যে পায় না…