নির্দিষ্ট করে বলতে গেলে
আমি সেই কবি নই
যে জীবনের গান শোনায়


আমি এলোমেলো কথা পেড়ে আনি
বোঁটা ভেঙে ফুলের মতো
সস্তা সুতো দিয়ে মালা গাঁথি


সীমাহীন স্বপ্ন দেখি বটে
দিনের শেষে সাধারণ
জলের গেলাসে চুমুক দিই


একটা হিসেবের খাতা রাখি
লাভ ক্ষতি খতিয়ে দেখি ভীষণ
তবুও সময় সময় এলে


কিছুটা কবিতা ভেঁজে রাখি গানের মতন…..