আবার তোমার সঙ্গে দেখা
অপরিচিতের চাহনি মেশানো দেখা
চেনা পরিচয় যেন মুছে গিয়েছিল


যেভাবে তাকালে মুখে হাসি আসে
তেমনভাবে তাকিয়ে দেখেছি বহুবার
বোধহয় কোনো ভুলচুক থেকে গেছে


সব কবিতা একরকম নয় জানি
এ বিষণ্ণতাও একটা কবিতার মতো
তবু সব আবেগ কি কবিতায় বলা যায়


আসলে অনেক দূরত্ব বাসা বাঁধে
না বলা কথারা জমাট মেঘের মতো
যখন ঝরবে বৃষ্টির মতো তখন আমরা নেই


তবে কি এমন না দেখাই ভালো ছিল…