বেপরোয়া ঝড়ে উথালপাথাল গ্রাম
পরিবার হারিয়ে গেছে অযাচিতভাবে
দিকশুন্য হয়ে আশ্রয় নিয়েছি শহরে
এবার যদিও একার জন্য লড়াই


বহুকষ্টে মুখ দেখি ঘুরে দাঁড়ানোর
মানুষের মুখে হাসি ফোটাই বেতারেতে
এমনি করে কাটে সুসময় অথবা দুঃসময়
হঠাৎ এক চেনা বাউল আমার উঠোনেতে


এমনি করে পরীক্ষারা দরজায় দেয় উঁকি
পড়শী বাউল ফিরিয়ে দেয় ঝোড়ো হাওয়ার রাত
ভেবেছিলাম পাতবো আবার হারানো সংসার
মেয়ে আমার বাউল গানে যোজন খানেক দূরে


চেনা যত মোহ ছিল দিলাম উজাড় করে
বৃথা কতক চেষ্টা শেষে আঁকড়ে ধরি জোরে
এখন আমি মেয়ের সাথে শহর থেকে দূরে
রেডিওতে অন্য আর এক শিল্পী এসে গেছে...


উৎসর্গ : একই নামের একটি চলচ্চিত্রের প্রতি।


শহর থেকে ফেরা ১২