অপমান গায়ে এসে বাজে
সমগ্র অস্তিত্ব জুড়ে জ্বালা করে
জ্বালাতন ঘিরে থাকে দাবদাহ এলে


সেই নক্ষত্র যদি দেখা দেয়
যার রূপ রসে কেটে যায়
সব বিভীষিকা আর পথের বাধারা


তবু শেষ শীত এলে
ক্ষতের যন্ত্রণা বাড়ে
অপমান ঘিরে ধরে চিবুক


ফিরে যাও অনেক দূরে
এ যন্ত্রণা নির্মূল হোক
নিশ্চিন্তে একটিবার শ্বাস নিতে দাও


অপমান ধূলোর মতো ধুয়ে ক্ষয়ে যাক….