চেনা গলি পেরিয়ে রাজপথ
কবিতার লাইন ফুরিয়ে আসে
আবার একটা ব্যস্ত দিনের শুরু
তাই ব্যক্তিগত অনিচ্ছার
কোনো মূল্য নেই


মানুষের ভীড়ে পথ হারিয়ে যাই
মাঝে মাঝে
তবু হৃদয়ের কথা ছিল গোপন করা
আসলে অনেক অকারনের
পৃথিবী তৈরী হয়
যাদের মানে করতে
সময় কাটে ঘড়ির কাঁটায়


অনেক ধূলোয় মিশে আছে
ভবিষ্যতের স্মৃতি
অতীতের শিক্ষা
জরাজীর্ণ বর্তমান
আর আমাদের চাই শুধু পরশপাথর……


শহর থেকে ফেরা ৫