আমি বললাম নিজেকে
একটুখানি চিনে রেখো
কে জানে ভুল আর ভুলে যেতে
অতি অল্প সময় লাগে
অনেক রক্তের ঋণ
বয়ে চলি তাই
থেকে থেকে পিছুটান আসে
সৃষ্টির ভবিষ্যতে লেখা থাকে
অনেক অনেক স্বপ্ন
তারা অনেকটা সত্যিকারের কল্পনা
তাদের কখনো ভেঙে যেতে নেই
তবু তারা সময়ের অভিযোগ মেনে
ভেঙে পড়ে নিঃশব্দে
তাই স্বপ্ন দেখাটা সাদামাটা বিলাসিতা
যেন সব পরিণতি জানা আছে
তবুও উপায় নেই বলে
নিজেকে অভ্যস্ত করে রাখা


প্রতিটি মানুষের একটা নিজস্ব রূপকথা থাকে
একটা লম্বা হিসেবের খাতার ঠিক পাশেই
একটা দেখতে অনেকটা স্বপ্নের মতো
অন্যটা ঠিক ধরেছেন স্বপ্নভঙ্গ...


                                         শহর থেকে ফেরা ১