সবকথা বলা চলে না
কিছুটা আড়াল রেখে তাই বলি
এখনো আমার চোখে
অনেকটা উত্তাপ আসে
আজ সেই ভূমিকার কথোপকথন


অনিমেষ চেয়ে দেখি চারপাশ
উদ্বাহু হয়ে সব বিবর্ণ
চোখে শুধু নাগরিক ঘৃণা
মুখে শুধু কুলুপের খোসা
আজ বুঝি এখানেই সব শেষ


দোষী শুধু মন আর মাননীয়
এইবার শুরু হবে অনৃত-ভাষণ
আগে ভাগে চৈত্রের দাবদাহ
শুরু হবে জেনেছিল সব্বাই
তাই শুধু ঝড়ের জন্যে হাপিত্যেশ


যখন জোর থাকে না গলায় তখন সম্মোহন…



আমি ১