তোমাকে অনেক বারণ করেছি যুদ্ধে যেতে
একদিন সব রাগ ক্ষোভ থিতিয়ে যাবেই
গোলায় ধান ভরা হয়ে গেলে স্বপ্ন দেখবো
সেদিন তোমাকে গান শোনাবো অনেক রাত পর্যন্ত
দেখবে সব গ্লানি নিঃশেষে ধুয়ে মুছে যাবে


তোমাকে আন্দোলনে নামতে দেবো না
যতসব অনাসৃষ্টি কান্ড থেকে দূরে থাকো
শুধু শুধু কয়েকটা মনোবল ভাঙবে অকালে
ভুলে যাবে নতুন আমের গন্ধ আর
বৃষ্টির জল গায়ে মেখে নেওয়ার স্বাদ


লক্ষীটি তুমি চুপিসাড়ে এইখানে থেকো
কখনো কোনো বারণ অবহেলা করো না
দেখো একদিন আমরা খুব সুখী হবো
এই রোদ জল ঝড় এইসব সম্বল করে
তাই যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নেই


একদিন এই রাগ এই ক্ষোভ থিতিয়ে যাবেই…


তুমি ১