তুমি ঘর ভেঙে পালিয়েছ কবে
এখন তোমার গায়ে অনিকেত গন্ধ
অনেক জলসত্র ঠেঙিয়ে এসেছ
বরাদ্দ সরাইখানায় দেখি যখন তখন
তাই এবারের মতো ফিরে যাও


কোকিলের মতো তোমার জীবনযাপন
ঠাঁই এর জন্য ভেবো না কোনোদিন
পিছুটান বলে কিছু নেই চারিদিকে
চাতকের মতো ভালোবাসা খুঁজে ফেরো খালি
বেহিসাব আসলে তোমাকেই মানায়


এখানে স্থাবর বলে অনেক সংস্কার
পদে পদে বাঁধা নিয়মের গেরোয়
আটপৌরে নিরুত্তাপ জীবন কেটে যায়
এখানে রোমাঞ্চের ছিটেফোঁটা নেই
এখানে শ্বাস নিতে তাই কষ্ট হবেই


তাই এবারের মতো ফিরে যাও…